ক্রিকেট  অoঙ্গনে বাংলাদেশ 
বর্তমান দুনিয়ায় ক্রিকেট একটি জনপ্রিয় খেলা । বিশ্বের অনেক দেশে এই খেলা জনপ্রিয় । এই খেলা নিয়ে এত বেশি উন্মাদনা সারা বিশ্বে যা ভাষায় প্রকাশ করার মত নয় । অনেক দেশ এই খেলা খেলে থাকে , তার মধ্যে বাংলাদেশ অন্যতম । এই দেশের ৯০% লোক এই খেলা খুব বেশি পছন্দ করে । এই দেশের মানুষের রক্তের সাথে মিশে আছে এই খেলা । আর তাই যখন এই খেলা টিভিতে বা সরাসরি দেখার সুযোগ থাকে তখন যাকে যাকে লোক এই খেলা দেখতে মাঠে বা টিভি সেটের সামনে বসে থাকে । যখন খেলায় বাংলাদেশ জিতে যায় তখন বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পরে এদেশের আপামর জনতা । কিন্ত যখন খেলায় হেরে যায় তখন সবাই সুখে মুহ্যমান হয়ে পড়ে । সুখে দুখে সবাই সব সময় এই দেশের ক্রিকেট খেলার সাথে থাকে । অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এখন অনেক শক্ত অবস্থানে আছে । বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।


CONVERSATION

Back
to top